বাজারে ডেলের নতুন গেমিং ল্যাপটপ


দেশের বাজারে ইন্সপায়রন ৭৫৬৭ সিরিজের একটি গেমিং ল্যাপটপ বাজারে এনেছে ডেল। গত রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই ল্যাপটপ দেশের বাজারে ছাড়ার ঘোষণা দেন ডেল বাংলাদেশের ব্যবস্থাপক আতিকুর রহমান। এ সময় তিনি বলেন, এই ল্যাপটপে গেমাররা নিরবচ্ছিন্নভাবে গেম খেলতে পারবেন। কোনো ধরনের সমস্যা দেখা দেবে না গেম খেলার সময়।

উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, ল্যাপটপটিতে থাকছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ টিআই গ্রাফিকস কার্ড। এর পর্দা ১৫.৬ ইঞ্চির ফোরকে ইউএইচডি প্রযুক্তির। মডেলভেদে এই সিরিজের ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৫ এবং কোর আই প্রসেসর। এই ল্যাপটপের ব্যাটারি নয় ঘণ্টা ব্যাকআপ দেবে। এতে থাকছে মাল্টিপল হার্ডড্রাইভ সুবিধা, যেখানে এক টেরাবাইট এইচডিডি ডুয়াল ড্রাইভ ও ২৫৬ গিগাবাইট এসএসডি ড্রাইভ রয়েছে। কালো ও লাল—এই দুই রঙে ল্যাপটপটি বাজারে পাওয়া যাবে। বিভিন্ন মডেলের এই ল্যাপটপের দাম হবে ৭০ হাজার থেকে ১ লাখ ২৬ টাকা।


Facebook  

Comments

Desh news

When your body becomes eligible for an upgrade

As downloaded music fades away, Apple axes iPod

Smart Data Usage Monitor & Speed Test - smartapp