ওয়ালটনের নতুন ল্যাপটপ বাজারে




ওয়ালটন ল্যাপটপইনটেলের সপ্তম প্রজন্মের প্রসেসরযুক্ত নতুন ল্যাপটপ বাজারে এনেছে ওয়ালটন। ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে আছে ২ দশমিক ৪ গিগাহার্টজ গতির কোর আই থ্রি প্রসেসর। বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিকস ৬২০। ৪ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যাম। এক টেরাবাইট হার্ডডিস্ক। ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। এর দাম ৩৫ হাজার ৯৯০ টাকা।
ওয়ালটনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তম প্রজন্মের প্রসেসর ছাড়াও আরও কয়েকটি মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে তারা। এর মধ্যে রয়েছে ওয়ালটনের প্যাশন সিরিজের ১৩টি মডেলের ল্যাপটপ। এর দাম শুরু হয়েছে মাত্র ২৩ হাজার ৯৯০ টাকা থেকে ৫৫ হাজার ৫৫০ টাকা পর্যন্ত। এ ছাড়া ট্যামারিন্ড সিরিজে রয়েছে ১১টি মডেলের ল্যাপটপ। এর দাম ২২ হাজার ৯৯০ টাকা থেকে ৫৫ হাজার টাকার মধ্যে। কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের দুটি মডেলের গেমিং ল্যাপটপ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এর দাম ৭৯ হাজার ৫৫০ ও ৮৯ হাজার ৫৫০ টাকা। ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১২ মাসের কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ কেনার সুবিধা রয়েছে 
   Facebook

Comments

Desh news

When your body becomes eligible for an upgrade

As downloaded music fades away, Apple axes iPod

Smart Data Usage Monitor & Speed Test - smartapp